ভ্যানচালককে মেয়রের বেত্রাঘাত, তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম

ভ্যানচালককে মেয়রের বেত্রাঘাত, তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম

সিলেট নগরীর সড়কের ওপরে ভ্যান দাঁড় করিয়ে রাখার কারণে রুবেল আহমদ নামে এক ভ্যানচালককে ‘বেত্রাঘাত’ করার ঘটনায় নগরজুড়ে তোলপাড় চলছে। শনিবার দুপুরে সিলেটের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে। ভ্যানচালককে বেত্রাঘাত করায় সমাজের বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠেছে। যেখানে বেত্রাঘাত নিষিদ্ধ সেখানে মেয়রের এমন আচরণ গ্রহণযোগ্য নয় বলে অভিমত অনেকের। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মেয়র আরিফ।


জানা যায়, রুবেল আহমদ সিগারেট বিক্রয়কারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ভ্যান চালক।

একাধিক সূত্র জানায়, শনিবার দুপুরে ভ্যান নিয়ে ওই এলাকায় গিয়েছিলেন রুবেল। সড়কে ভ্যান রেখে পাশের দোকানে সিগারেট দিতে যান। দুপুর ২টার দিকে চৌহাট্টার দিকে যাচ্ছিলেন মেয়র আরিফ। এ সময় সড়কের পাশে একটি ভ্যান দাঁড় করানো অবস্থায় দেখতে পান মেয়র। তখন তিনি গাড়ি থামিয়ে ওই ভ্যানচালককে ডেকে এনে তার হাতে বেত দিয়ে দুইটা বাড়ি মারেন।

গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধি ধ্রুব ভট্টাচার্য বলেন, ‘আমাদের চালকেরই ভুল ছিল। ভুল সময়ে ভুলভাবে গাড়ি দাঁড় করিয়ে আমরা মালামাল সরবরাহ করছিলাম। তাই মেয়র মহোদয় আমাদের চালককে বেতের হালকা বাড়ি দিয়ে শাসিয়েছেন। যেহেতু ভুল আমাদেরই, তাই এ নিয়ে কোনো অভিযোগও নেই।’

এ ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি সপ্ত দাস। তিনি মেয়রের বেত্রাঘাতের একটি ছবি ফেসবুকে আপ করেন। এরপর এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password