স্পোর্টস ডেস্ক : সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে পুরো সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তখন থেকেই গুঞ্জন ছিল, একই কারণে সফর বাতিল করবে ইংল্যান্ড। আর তেমন সিদ্ধান্তই নিলো ইংলিশদের ক্রিকেট বোর্ড। তবে তারা নিরাপত্তা নয়, খেলোয়াড়দের মানসিক ও শারীরিক শান্তি দিতেই প্রত্যাহার করেছে সিরিজ দুটি।
খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মানসিক ও শারীরিক সুস্থতার কথা জানিয়ে এবার পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এ বিষয়ে এক বার্তায় ইসিবি জানিয়েছে, ইসিবি বোর্ড আজ পাকিস্তান সফর নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে। সেখানে বোর্ড সর্বসম্মতিক্রমে নারী ও পুরুষ দলের এই সফর না করার পক্ষে মত দিয়েছে। আমাদের খেলোয়াড় ও স্টাফদের মানসিক ও শারীরিক প্রশান্তির বিষয়টিতে সব সময় আমরা প্রধান্য দিয়ে থাকি। সবচেয়ে বড় বিষয় হলো আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। ওই অঞ্চলে সফর করাটাও একটু উদ্বেগের বিষয়। সুতরাং এমন সময়ে পাকিস্তান সফর করাটা আমাদের খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে, যারা মহামারি করোনাভাইরাসের নানা বিধি-নিষেধের মধ্যে থেকে এবং সেখান থেকে বেরিয়ে একটা পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।
আরও বলা হয়, এমনিতেই আমাদের টি-টোয়েন্টি দলে অতিরিক্ত জটিলতা আছে। সুতরাং আমরা বিশ্বাস করি এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর করলে বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হবে না। যেখানে ২০২১ বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করাটাই আমাদের লক্ষ্য।
বিশ্বকাপের আগে রুট-মরগানদের দুটি ওয়ার্ম আপ টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। ২০০৫ সালের পর অক্টোবরে ইংল্যান্ড পুরুষ দলের পাশাপাশি নারী দলেরও পাকিস্তান সফর করার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ঐতিহাসিক এই সফর বাতিল করলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন