কখনো তিনি নগর বাউল, কখনো
রকস্টার, আবার কখনো সঙ্গীতপাগল জেমস। পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ব্যান্ড সঙ্গীতের
অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী নগরবাউলখ্যাত সেই জেমসের
জন্মদিন আজ। তবে দিনটি নিয়ে তার কোনো উচ্ছ্বাস নেই। বিশেষ কোনো আয়োজনও নেই বলে জানিয়েছেন।
তাই নিজেই সাদামাটাভাবে এ দিনটি কাটান।
জেমসের জন্ম নওগাঁর
পত্নীতলায়। তবে কৈশোর, তারুণ্য কাটিয়েছেন চট্টগ্রামে। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার
পরিবার তা পছন্দ করত না। বাবা সরকারি বড় কর্মকর্তা হলেও তিনি
ছিলেন অনেকটা বোহেমিয়ান। গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে।
অভিমান করে ঘর ছাড়াড় পর চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু
করেন। সেখানে থেকেই তার সংগীতের মূল ক্যারিয়ার শুরু হয়।
চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ডদল ‘ফিলিংস’-এর মাধ্যমে
তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরে সেই ব্যান্ড দলের নাম ‘নগরবাউল করেন’। বাংলাদেশ ছাড়িয়ে দেশের বাইরেও
খুব জনপ্রিয় জেমস। ভারতের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন।
জেমসের গাওয়া সেরা ১০ গানের মধ্যে রয়েছে বাংলাদেশ, জেল থেকে আমি বলছি, মা, দুখিনী
দুঃখ করো না, লেইস ফিতা লেইস, বাবা কতো দিন, বিজলী, দুষ্টু ছেলের দল, মিরাবাঈ, পাগলা
হাওয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া উল্লেখযোগ্য।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন