একসঙ্গে চার কন্যাসন্তান জন্ম দিয়েছেন লাভলী খাতুন নামে ২৮ বছর বয়সী এক গৃহবধূ। তবে এর মধ্যে একটি সন্তান মৃত জন্ম নেয়। বুধবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া আমিনা প্রাইভেট হাসপাতালে ওই চার শিশুর জন্ম দেন তিনি। লাভলী একই উপজেলার শ্রীরামপুর সরকারপাড়া এলাকার কৃষক লিটন উদ্দিনের স্ত্রী। লিটন জানান, অস্ত্রোপচারের মাধ্যমে তাদের চার কন্যাসন্তানের জন্ম হয়। এর মধ্যে তিনজন সুস্থ ও একজন মৃত অবস্থায় জন্মগ্রহণ করে।
মৃত সন্তানের মাথা ও দুই হাত ছিল না। লাভলী খাতুন বলেন, একসঙ্গে চার সন্তান হওয়ায় আমি অনেক খুশি। তবে আমরা অনেক গরিব মানুষ। সন্তানরা আমার কাছে পর্যাপ্ত বুকের দুধ পাবে না। বাজারে দুধের দামও অনেক বেশি। এছাড়া আমাদের সংসারে ১৫ ও সাত বছর বয়সী আরো এক ছেলে ও মেয়ে রয়েছে।
তাদের নিয়ে আমরা এখন দুশ্চিন্তায় রয়েছি। আমরা বিত্তবানদের সহযোগিতা চাই। আমিনা হাসপাতালের চিকিৎসক আনসারুল হক জানান, মা ও সন্তানরা সুস্থ রয়েছেন। সুস্থ সন্তানদের ওজন দুই কেজির কাছাকাছি হলেও মৃত সন্তানটির ওজন ৫শ’ গ্রামেরও কিছু কম ছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন