নওগাঁর আত্রাই উপজেলায় অভিযান পরিচালনা করে ইমদাদুল হক জনি নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। এর আগে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ইমদাদুল হক জনি নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের অলিপুর গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি-এমএল’র সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও চাঁদাবাজীর মামলা আছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বলেন, শীর্ষ সন্ত্রাসী ইমদাদুল হক জনি সম্প্রতি জেল হাজত থেকে ছাড়া পেয়ে এলাকায় রাষ্ট্র বিরোধী ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলার অপচেষ্টা করে। পাশাপাশি চাঁদাবাজী করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ নভেম্বর) রাতে তাকে আত্রাই রেলওয়ে ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতকে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন