সয়াবিন তেলের দাম আরও বাড়াতে চান ব্যবসায়ীরা

সয়াবিন তেলের দাম আরও বাড়াতে চান ব্যবসায়ীরা

দেশের বাজারে সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়াতে চান উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলো। নতুন করে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হবে ১৬৮ টাকা, যা আগের চেয়ে ৮ টাকা বেশি। সরকারকে চিঠি দিয়ে এই দর দাবি করেছে কোম্পানিগুলো।

আমদানি ব্যয় বাড়ার কারণ দেখিয়ে দেশের ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

অ্যাসোসিয়েশন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে লেখা চিঠিতে ৮ জানুযারি থেকে দাম ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণলায় বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য ট্যারিফ কমিশনে পাঠায়। তারা এটি নিয়ে আগামীকাল রিফাইনারস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসছে। বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ৮ টাকা দাম বাড়িয়ে তা ১৬৮ টাকা নির্ধারণের দাবি জানানো হয় চিঠিতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password