বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগে শুরু হচ্ছে পরিবহন ধর্মঘট। আগামী শনিবার (৩ ডিসেম্বর) বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ১০ দফা দাবিতে প্রশাসনের পক্ষ থেকে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ফলে মালিকদের পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে। এ দিকে বিএনপি ইতিমধ্যে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে গণসমাবেশ করেছে। সে সব সমাবেশগুলোর আগে পরিবহন ধর্মঘট হয়েছে। রাজশাহীর সমাবেশের দুদিন আগে থেকেও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হতে যাচ্ছে। এ জন্য আগে ভাগেই বিএনপি নেতাকর্মীরা রাজশাহী আসতে শুরু করেছেন। এর আগে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবি না মানলে ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।
তবে বিএনপি বলছে, এই ধর্মঘটের সঙ্গে মালিক-শ্রমিকদের সম্পর্ক নেই। এটি সরকারের চাপিয়ে দেওয়া। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘যেখানে বিএনপির সমাবেশ, সেখানেই পরিবহন ধর্মঘট। হাস্যকর একটা নাটক শুরু করছে সরকার। লোকে হাসছে এসব দেখে। এতে সরকারের জনপ্রিয়তা কি বাড়ছে?
আমার তো মনে হয় এই পরিবহন ধর্মঘট দিয়ে এটাই প্রমাণ হচ্ছে যে এই সরকার বিএনপিকে কতটা ভয় পায়। ’ তিনি আরো বলেন, এই ধর্মঘটের সঙ্গে পরিবহন মালিক কিংবা শ্রমিকের কোনো সম্পর্ক নেই। সরকার বলে দিয়েছে তাই করতে হচ্ছে। এতে শ্রমিক ভাইয়েরাও কষ্ট পাচ্ছেন। ' তবে এ অভিযোগ অস্বীকার করে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘কারো সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা এই দাবিগুলো তো অনেক দিন ধরেই করে আসছি। কিছু দিন আগে আমরা সংবাদ সম্মেলন করেও এসব দাবি জানিয়েছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন