নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ১০টি ভারতীয় গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত নাহিদ হোসেন (২২) ও মোমাঃ আসমা বেগম (৩৮) নামের দুইজন কে আটক করা হয়েছে। গরুগুলোর বাজার মূল্য আনুমানিক ৩লক্ষ ৮০হাজার টাকা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নের উত্তর চৌঘাট নামক এলাকার নিজ বাড়ি থেকে এসব গরু উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা একই এলাকার গোলাম হোসেন ছেলে এবং আজিজুল হকের স্ত্রী। জানা গেছে, ঘটনার দিন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই মো. আলমগীর হোসেন, হারুন অর রশিদ, নাজমুল হক ও মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে এনে নিজ বাড়ি রাখা লাল রঙের ১০টি এঁড়ে বাছুর (গরু) উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত আরো ৪জন চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে উদ্ধার গরুগুলোকে থানা হেফাজতে নেওয়া হয় এবং ধৃত আসামীদের বিরুদ্ধে ওইদিন রাতে থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-০৫,তারিখ ০৭/১০/২১ইং।
এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের তদন্ত সাপেক্ষ আইনের আওতায় আনা হবে। উদ্ধার গরুগুলোকে আইনি প্রক্রিয়া শেষে নিলামে বিক্রয়ের ব্যবস্থা করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন