হামাসের হামলা ঝুঁকি মোকাবিলায় ইসরায়েলকে আয়রন ডোম দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের দাবি বেসামরিক ইসরায়েলিদের প্রাণ বাঁচাতে সরবরাহ করা হবে এ সমরাস্ত্র।
এ লক্ষ্যে তেল আবিবে দুটি আয়রন ডোম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। বুধবার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফর শেষে বলেন, আমরা আয়রন ডোমকে সম্পূর্ণরূপে সরবরাহ করতে যাচ্ছি যাতে এটি ইসরায়েলি আকাশে ইসরায়েলিদের জীবন বাঁচাতে প্রহরী হিসেবে দাঁড়িয়ে থাকতে পারে।
এর আগে, ইসরায়েলের কাছ থেকেই আয়রন ডোম দুটি কিনেছিলো যুক্তরাষ্ট্র। এছাড়া আসন্ন দিনে আরও অস্ত্র-গোলাবারুদ ও ভারী সমরাস্ত্র পাঠানোর কথাও নিশ্চিত করেছে ওয়াশিংটন। এদিকে, হামাসের সাথে সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলকে ঢালাও সমর্থন দিচ্ছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। অস্ত্র পাঠানো নিয়ে চরম সমালোচনার মুখেও পড়েছে দেশটি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন