দেশের সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম অভিনেত্রী শবনম। উপমহাদেশের বরেণ্য অভিনেত্রী। বাংলাদেশের সিনেমায় অভিনয় করলেও দীর্ঘ সময় কাজ করেছেন পাকিস্তানের সিনেমায়। পাকিস্তানের সিনেমায় তার অবদানের জন্য সেখানে ‘মহানায়িকা’ বলা হয় শবনমকে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ও পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি।
নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও পুরষ্কার। এবার তার ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সিতারা-ই-ইমতিয়াজ পুরষ্কার। যা পাকিস্তান রাষ্ট্রের প্রতি সেবার জন্য দেওয়া হয়। অভিনয়ের গুণে দেশটির চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার নিগার অ্যাওয়ার্ড পেয়েছেন ১৩ বার।
এবার পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেতে যাচ্ছেন এই অভিনেত্রী, দেশের গণমাধ্যমে এমনই খবর বের হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, পাকিস্তানের ১৩৫ জনকে দেওয়া হচ্ছে নিশান ই ইমতিয়াজ, হিলাল ই পাকিস্তান, হিলাল ই সুজাত, হিলাল ই ইমতিয়াজ, হিলাল ই কায়েদ ই আজম, সিতারা ই পাকিস্তান, সিতারা ই সুজাত, সিতারা ই ইমতিয়াজ পুরস্কার। এ ছাড়াও প্রেসিডেন্ট পদকের কয়েকটি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে পুরস্কার।
মোট ৫০৭ জনকে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। তবে সিতারা ই ইমতিয়াজ পুরস্কার পাচ্ছেন মোট ৬০ জন। তাদের মধ্যে আবার মাত্র সাতজন রয়েছেন শোবিজ অঙ্গনের। এই সাতজনের একজন শবনম। কিন্তু পাকিস্তানের একাধিক গণমাধ্যমে শবনমের নামের পাশে লেখা এসেছে গায়িকা হিসেবে।
লেখা রয়েছে Ms Shabnam (Singing)। এখন প্রশ্ন হচ্ছে, এই শবনমই কি বাংলাদেশ-পাকিস্তানের সাড়া জাগানো অভিনেত্রী? পাকিস্তানের অ্যাসোসিয়েটেড অব পাকিস্তান, পাকিস্তান অবজার্ভার, দুনিয়া নিউজসহ একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে। অন্যদিকে পাকিস্তানের একজন গায়িকা রয়েছেন, যার নাম শবনম মাজিদ। এ কারণে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে অভিনেত্রী শবনমের ঘনিষ্ঠ সূত্র বলছে, আমাদের শবনমই এই পুরস্কার পাচ্ছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন