বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে শুধু তাদের দলগঠন করতে কোটি কোটি টাকা খরচ করে ক্লাবগুলো। দেশের ক্রিকেটের ফ্র্যাঞ্জাইজি লিগ বিপিএলও এর ব্যতিক্রম নয়। তবে যে ট্রফির জন্য দলগুলো হাড্ডাহাড্ডি লড়াই করেন, তার দাম জানলে অবাক হবেন যে কেউ।
ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের জন্য যে ফাইনাল ট্রফি তা প্রস্তুত করেন লন্ডনের বিখ্যাত কোম্পানি ইংকারম্যান। তবে কোভিডের কারণে এবার বিপিএলের ট্রফি দেশে বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে খরচ কমে এসেছে তিনগুণের বেশি। বিসিবি সূত্রে জানা যায়, এবারের বঙ্গবন্ধু বিপিএলে চ্যাম্পিয়ন দলের ট্রফি বানাতে খরচ হয়েছে সাড়ে চার লাখ টাকা। এবারই প্রথম দেশে বিপিএলের ট্রফি বানিয়েছে বিসিবি।
তবে এর আগের বিপিএলের ট্রফি নিয়মিত তৈরি করে আসছিল লন্ডনের এই বিখ্যাত কোম্পানি ইংকারম্যান । এই কোম্পানিটি ইংলিশ লিগের শিরোপাও প্রস্তুত করে। গতবারও এই কোম্পানি ট্রফি বানিয়েছিল। ট্রফি তৈরি, দেশে আনা, ট্যাক্সসহ মোট খরচ হয় প্রায় ২০ লাখ টাকা।
এবার স্থানীয় কোম্পানিকে দায়িত্ব দিয়ে ট্রফি প্রস্তুত করেছে বিসিবি। বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এবার সাড়ে চার লাখ টাকায় বিপিএলের ট্রফি তৈরি করেছি। কোভিডের কারণেই মূলত দেশে ট্রফি তৈরির সিদ্ধান্ত নেই। গতবারের নকশাই রাখা হয়েছে। ট্রফির গর্জিয়াস ভাবটা আছে। এখন দেশেই উন্নত ট্রফি তৈরি হচ্ছে। বাড়তি গুরুত্ব দিয়েই ট্রফি প্রস্তুত করা হয়েছে। পুরো ট্রফিতে গোল্ডপ্লেটিং করা হয়েছে।’
উল্লেখ্য গেল আসরে ট্রফির সঙ্গে বিসিবি কোনো প্রাইজমানি দেয়নি। এবার চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পাবে ১ কোটি টাকা। রানার্সআপ পাবে ৫০ লাখ টাকা।
এদিকে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) পর্দা নামছে বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসরের। ম্যাচ বাকি আর একটি। ওইদিন সন্ধ্যায় ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের। রাউন্ড রবিন লিগ পদ্ধতির গ্রুপপর্বের দেখায় দুই দলই জয় পেয়েছিল একবার করে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে সাকিবের বরিশালের বিপক্ষে ১০ রানে হারে ইমরুল কায়েসের কুমিল্লা।
ফাইনালে আবার দেখা হচ্ছে দুই দলের। এবার ফাইনালে শেষ হাসি হাসবে কে সেটা জানা যাবে শুক্রবারই।
তবে ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন বলছেন, ‘জিতবে সেই, যার নার্ভ থাকবে শক্ত। তার মতে, ফাইনাল হলো স্নায়ুক্ষয়ী খেলার জায়গা। এখানে সেই জয় পায়, যার স্নায়ু খেলার মাঠে শক্ত থাকে বেশি। খেলার মাঠে ভেঙে পড়লে হারতে হবে ম্যাচ।’
দুই দলে তারকার ছড়াছড়ি। কুমিল্লা দলে সুনিল নারিন, ফাফ ডু প্লেসি, মঈন আলীরা থাকলে বরিশালের আছেন গেইল, ব্রাভো, মুজিব। কুমিল্লার তরুণ তুর্কি মাহমুদুল হাসান জয়ের জবাব হতে পারেন বরিশালের মুনিম শাহরিয়ার। তবে বরিশালের রয়েছেন স্পেশাল একজন। সাকিবের জবাব খুঁজে না পেলে কুমিল্লার হতে পারে বড় বিপদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন