জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে ক্ষোভ থেকেই হত্যা করেছেন আততায়ী তেৎসুয়ো ইয়ামাগামি। শুক্রবার (৮ জুলাই) পুলিশের জিজ্ঞাসাবাদে সে এই তথ্য স্বীকার করে। ৪১ বছর বয়সী ঐ ব্যক্তি বেকার। সুনির্দিষ্ট একটি সংগঠনের ওপর ক্ষোভ ছিল তার। তার ধারণা, ঐ সংগঠনের সাথে যুক্ত ছিলেন আবে।
সে কারণেই সাবেক প্রধানমন্ত্রীকে খুন করার পরিকল্পনা ছিল। উদ্দেশ্য বাস্তবায়ন করতে ঘরেই আগ্নেয়াস্ত্র বানান তিনি। অবশ্য তদন্তের স্বার্থে সংগঠনের নাম প্রকাশ করেনি পুলিশ। শুক্রবার নারা শহরে নির্বাচনি প্রচারণা চালাতে যান ৬৭ বছর বয়সী শিনজো আবে। সেখানেই তাকে লক্ষ্য করে দুই দফা গুলি ছোড়ে আততায়ী।
মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে কয়েক ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। অভিজ্ঞ এই রাজনীতিকের হত্যাকাণ্ডে গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ে নেমে এসেছে শোকের ছায়া। এক থেকে ৩ দিন পর্যন্ত বিভিন্ন দেশে ঘোষণা করা হয়েছে শোক দিবস।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন