পাঁচ ম্যাচ বাকি থাকতেই কাতার বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

পাঁচ ম্যাচ বাকি থাকতেই কাতার বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে জয় তিলে নিতে পারলে আজই ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিশ্চিত হজয়ে যাবে আর্জেন্টার। এমন সমীকরন নিয়ে আজ ভোরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে ফাউলময় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলশুন্য ড্র নিয়েই সন্তষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে তাদের একটু পরই শুরু হওয়া চিলি ও একুয়েডর ম্যাচের ফল পক্ষে আসায় কাতার বিশ্বকাপের টিকেট পেয়ে গেছে লিওনেল স্কালোনির দল।

গোলশূন্য অবস্থায় অমীমাংসিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ঘণ্টাখানেকের মধ্যে শেষ হয়েছে চিলি-ইকুয়েডর ম্যাচ। যেখানে চিলিকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার কাজ সহজ করেছে ইকুয়েডর। তাতে পাঁচ ম্যাচ বাকি রেখেই লাতিন আমেরিকা থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বিশ্বকাপে উঠে যায় আর্জেন্টিনা।

লাতিন অঞ্চলের বাছাইয়ে ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ব্রাজিল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। দুই দলই অপরাজিত রয়েছে বিশ্বকাপ বাছাইয়ে। বাকি আটটি দলের সবাই খেলেছে ১৪টি করে ম্যাচ। তিন নম্বরে থাকা একুয়েডরের পয়েন্ট ২৩। সমান ১৭ করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে কলম্বিয়া ও পেরু। ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চিলি।

কাতার বিশ্বকাপের জন্য চলতি বাছাইপর্বে লাতিন অঞ্চল থেকে সরাসরি টিকিট পাবে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল। টেবিলের পাঁচ নম্বরে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। সব দলই পাবে সমান ১৮টি করে ম্যাচ।

মন্তব্যসমূহ (০)


Lost Password