বিমানবন্দরে দেরি করে পৌঁছনোর কারণে বিমানে উঠতে পারেননি এক নারী যাত্রী। বিমানে উঠতে না পেরে রেগে গিয়ে বিমানবন্দরের কর্মীদের ওপর এলোপাতাড়ি কিল-চড়-ঘুষি মেরেছেন ওই নারী। ডেইলি মেইল জানিয়েছে, মেক্সিকোর একটি বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এনডিটিভি জানিয়েছে, ওই নারী দেরি করে বিমানবন্দরে পৌঁছান। সেখানে পৌঁছে দেখেন তাকে ছেড়েই গন্তব্যের দিকে পাড়ি দিয়েছে বিমানটি। তা শুনেই উত্তেজিত হয়ে পড়েন ওই নারী।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক লাফে ‘চেক-ইন’ টেবিলের ওপর দিয়ে সেখানে দায়িত্বে থাকা বিমান সংস্থার কর্মীদের কাছে পৌঁছান ওই যাত্রী। এরপর বিমান সংস্থার কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি কিল-চড়-ঘুষি মারতে থাকেন। নিজের স্যুটকেসটিও তিনি কর্মীদের দিকে ছুড়ে মারেন।
আশপাশে থাকা অন্য বিমানযাত্রীদের দিকেও টেবিল থেকে জিনিসপত্র নিয়ে ছুড়তে দেখা যায় ওই নারীকে। নারী যাত্রীর অগ্নিশর্মা রূপ দেখে বিমান সংস্থার কর্মীরা সাহায্যের জন্য নিরাপত্তারক্ষীদের ডেকে পাঠান। এই ভিডিওটি ১ নভেম্বরের বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে তার গন্তব্য কোথায় ছিল, ভিডিও দেখে সেই ধারণা স্পষ্ট হয়নি। পাশাপাশি, ওই নারীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছিল বলেও সংবাদমাধ্যমে বলা হচ্ছে।
সূত্র : ডেইলি মেইল, এনডিটিভি
Moment woman throws punches at Emirates airline employee and hurls objects at bystanders after
missing her flight at #MexicoCity airport pic.twitter.com/sHsPEKkWzl — Hans Solo (@thandojo) November 7, 2022
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন