আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সাভারের আশুলিয়ায় শনিবার (৪ নভেম্বর) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ছয় তলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি কেউ আহত হননি। আহতদের মধ্যে একজন আমিরুল ইসলাম, যিনি পেশায় রিকশাচালক। আহত বাকি দুজন পোশাকশ্রমিক, যাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, সকাল ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়ার ছয় তলা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হন। পরে তারা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন পুলিশ সদস্যরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা গলির ভেতরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও রাবার বুলেট ছোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পোশাক শ্রমিকরা জামগড়া ও বাইপাইল এলাকায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ সড়ক থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় তিনজন আহত হন।

আহত তিনজনকে তাৎক্ষণিক স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক জয় ভট্টাচার্য। তিনি জানান, আহত আমিরুলকে এ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল হক বলেন, শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কিছু ফাঁকাগুলি ছোড়া হয়েছে। তবে কেউ আহত হয়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, আশুলিয়ায় শ্রমিকরা রাস্তা অবরোধ করার চেষ্টা করছিল। শ্রমিকদের বোঝাতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ারসেল ও জলকামান ইউজ করেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password