স্বল্প খরচ আর কম সময়ে সরিষা চাষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সাভার উপজেলায় এর ব্যতিক্রম নয়। উন্নত জাতের সরিষা চাষ করে লাভবান হচ্ছেন সাভার উপজেলার চাষিরা। ফলে প্রতি বছরই এ উপজেলায় বাড়ছে সরিষা চাষ।
উপজেলার ভাকুর্তা, বিরুলিয়া, আশুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া এলাকায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঠ জুরে এখন শুধু হলুদ সরিষার ফুল।
এছাড়া সরিষা আবাদে যেমন সেচের প্রয়োজন হয় না। তাছাড়া কম সময়ে সরিষা আবাদ করা যায়। উপজেলা কৃষি অফিস থেকে সরিষা চাষিদের সব ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে।
পুষ্ঠিবিদরা জানায়,সরিষার তেলের রয়েছে অনেক ওষুধি গুণ। সরিষার খৈল পশুখাদ্য ও জমির উর্বরা শক্তি বৃদ্ধিও কাজে ব্যবহার হয়। সরিষার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।
এছাড়া জমিতে সরিষার আবাদ করলে ওই জমিতে সরিষার পাতা পড়ে জমির খাদ্য চাহিদা অনেকাংশে মিটিয়ে থাকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন