ফজরের নামাজের ইমামতি করার সময় একজন ইমাম হামলার শিকার হয়েছেন। তার ওপর এক ব্যক্তি হামলা চালান। এক ব্যক্তি বাহির থেকে মসজিদের ভেতরে ঢুকে ইমামতির সময় ইমাম সাহেবকে এলোপাথাড়ি থাপ্পর মারতে থাকে। তা দেখে বাকি মুসল্লীরা নামাজ ছেড়ে দিয়ে ওই ব্যক্তিকে আটক করে। এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পেকানবারু শহরে।
এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছেন। এসময় এক ব্যক্তি মুসল্লিদের মাঝখানে দিয়ে শান্তভাবে হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ পর সে নামাজরত ইমামের সামনে গিয়ে দাঁড়ান। সেখানে দেখা যায়, ওই ব্যক্তি ইমামকে প্রথমে নামাজ পড়তে বাধা দেন।
পরে তাকে থাপ্পড় মারেন। এতে তিনি তার জায়গা থেকে সরে আসেন। এমন ঘটনায় মুসল্লি প্রথমে অবাক হয়ে যান। পরে দ্রুত নিজেদের সামলে নেন তারা। এরপর মুসল্লিরা নামাজ ভেঙে সামনে চলে আসেন এবং ওই হামলাকারীকে মারধর করেন। এসময় উত্তেজনা হয় এবং বিশৃঙ্খলা দেখা দেয়।
এই ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে তদন্ত চলছে। ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, তারা হামলাকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এখন এ বিষয়ে আরো তদন্ত করা হচ্ছে। শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা।
সূত্র: খালিজ টাইমস।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন