নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় পানিতে ডুবে এক যুবকের মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত বড় শিবপুর কাঁঠালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আবু রায়হান (২৫)। সে ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার ভোর সকালে প্রচুর বৃষ্টি হয়। এতে এলাকাল ছোট ছোট ডোবা নালা ও দাঁড়া পানিতে ভরে যায়। উপজেলার বড় শিবপুর কাঁঠালপাড়া গ্রামের আবু রায়হান ওই গ্রামের পূর্ব মাঠে মহেন্দ্র মাহাতোর বাড়ির কাছে প্রায় ৩০ ফুট চওড়া একটি পানি যাওয়ার দাঁড়া (বড় ড্রেন) বেয়ে পার হওয়ার সময় মানসিক ও মৃগী রোগি আবু রায়হান মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
পরবর্তীতে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত আবু রায়হান ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে। দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের মধ্যে আবু রায়হান ওই পরিবারের প্রথম সন্তান এবং অবিবাহিত ছিল।
এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন