সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

২৮ জুলাই ২০২১ ইং তারিখ রাত ৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি কোম্পানী (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং সহকারী পুলিশ সুপার মোঃ আফসান আল-আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার মামলা নং- ১৬/২১; তাং- ১৪/০৭/২০২১ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড; ১৮৬০ তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন; ২০০০ (সং/০৩) এর ৯(৩) মূলে এজাহার নামীয় আসামী ১। মোঃ জামিল আহম্মদ (২২), পিতা- মোঃ আব্দুল মালিক, সাং- ঠাকুরের মাটি, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট’কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, মোবাইল ফোনে রং নাম্বারে কিশোরগঞ্জের ভৈরব থানার এক গৃহবধূর সঙ্গে পরিচয় হয় সিলেট এয়ারপোর্ট থানার লাউগুল গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে আসামী জামেদ আহমদ জাবেদের (৩৬) এর সাথে। পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ওই গৃহবধূকে বিয়ে ও তার দুই সন্তানকে নিজের সন্তানের মতো লালন-পালন করবে বলিয়া প্রলোভন দেখায় আসামী জাবেদ। এরই জের ধরে গত ১০/০৭/২০২১ ইং তারিখ সন্ধ্যায় ওই গৃহবধূ সিলেটে আসলে তাকে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নে বুরজান চা-বাগানের সুন্দর মরাকোণা টিলার উপর একটি ছাউনিতে নিয়ে যায় আসামী জাবেদ।

সেখানে আগে থেকে ওৎপেতে থাকা আসামী জামিল আহম্মদ(২২)সহ অন্যান্য আসামীরা অবস্থান করতেছিল। ধৃত আসামী মোঃ জামিল আহম্মদ (২২) সহ অন্যান্য আসামীরা মিলে কিশোরগঞ্জের ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করলে গ্রেফতারকৃত আসামী জামিল আহম্মদ (২২) আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৯, (ইসলামপুর ক্যাম্প, সিলেট) পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে জামিল আহম্মদ (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব ধৃত আসামী’কে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password