বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। 'ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দেশের সকলের কাছে হয়ে উঠেছেন জনপ্রিয়। কাবিলা চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়ছে যে তাকে এখন সবাই পলাশ নয় কাবিলা নামেই চেনে। অভিনয় দিয়ে দর্শকদের কাছে পৌছালেও তার শুরুটা কিন্ত অভিনয় দিয়ে নয়। সহকারী পরিচালক হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। টিভি নাটকের বেশ কয়েকজন গুণী নির্মাতার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন পলাশ।
তার পরিচালিত বেশ কয়েকটি নাটকও অনেক দর্শকপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ তার পরিচালিত নাটক 'রিভেঞ্জ' গত ১৬ সেপ্টেম্বর মোশন রকের ব্যানারে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। শাহাদাত রাসেলের গল্প ভাবনায় এর চিত্রনাট্য রচনা করেছেন পলাশ-রাসেল। মুক্তি পাওয়ার পর থেকে দর্শকমহলে বেশ সাড়া পরেছে নাটকটি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই পরিচালক জিয়াউল হক পলাশের প্রশংসা করছে। নাটকটি মুক্তির একদিনের মধ্যে ভিউ হয়েছে প্রায় ৬ লাখ। গল্প, নির্মাণ ও অভিনয় নিয়ে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
ইকরা রাব্বি লিখেন, ‘সত্যিই অসাধারণ একটা নাটক। ধন্যবাদ পলাশ ভাইকে এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য। আশা করি, ভবিষ্যতে আরো ভালো ভালো নাটক উপহার দিবেন।’ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘গল্পের শেষ পরিণতি এভাবে শেষ হবে ভাবতেই পারি নাই। পরিচালকের অসাধারণ প্রতিভা রয়েছে। পরিচালককে ধন্যবাদ। আরো নিত্যনতুন ব্যতিক্রম কাহিনি নিয়ে রচিত নাটক দেখতে চাই।’
'রিভেঞ্জ 'নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, তাসনিয়া ফারিন, শাওন ,ইশরাত জাহিন আহমেদ, তৌহিদ তালুকদার, নাসিম রেজা, আসিফ ইফতি, রাজু সরকার, রকি খান, মোখলেছুর রহমান বাবু প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন