রাতের আধারে অসহায়ের দরজায় 'আলোকিত ঘুল্লিয়া সমাজ কল্যাণ সংগঠন'

রাতের আধারে অসহায়ের দরজায় 'আলোকিত ঘুল্লিয়া সমাজ কল্যাণ সংগঠন'

দীর্ঘদিন যাবত করোনা মহামারীর ভয়াল তান্ডবে বিপর্যস্ত বাংলাদেশ তথা পুরো বিশ্ব। যার থেকে বাদ পড়ে নি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নয়ের ঘুল্লিয়া গ্রাম। 

একে তো করোনা মহামারীর ভয়াল তান্ডব তারপর লকডাউন/শাটডাউন। ঘুল্লিয়া গ্রামে নিম্নআয়ের মানুষগুলোর দূর্ভোগ চরমে। তাদের পারিবারিক অবস্থা খুবই শোচনীয়। 

এইসব দেখে চুপ করে থাকতে পারে নি "আলোকিত ঘুল্লিয়া সমাজ কল্যান সংগঠন" নামে গ্রামীণ একটি সমাজ সেবা মূলক সংগঠন।  যার পরিপেক্ষিতে গতবছর করোনা ভাইরাসের ১ম থাবাই বিপর্যস্ত ঘুল্লিয়া গ্রামের অস্বচ্ছল নিম্ন আয়ের মানুষের পাশে দারানোর চেষ্টা করেছিল "আলোকিত ঘুল্লিয়া সমাজ কল্যাণ সংগঠন "

এরই পরিপেক্ষিতে এবারের করোনা মহামারীর ২য় ঢেউয়ের ফলে চলমান শাটডাউনে বিপর্যস্ত ঘুল্লিয়া গ্রামে নিম্ন আয়ের সেইসব পরিবারের পাশে দারানোর চেষ্টা করা হয়।

৬/৭/২০২১ (মঙ্গলবার) রাতের আধারে সংগঠনের পক্ষ থেকে পাশে দারানোর চেষ্টাই সেইসকল পরিবার কে কিছু উপহার সামগ্রী বিতরন করা হয়। 

 এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইমদাদুল হক , সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ অন্ত, দপ্তর সম্পাদক মিশ্রুল শেখ, উপ-দপ্তর সম্পাদক তুহিন আলী, সহ-কোষাধ্যক্ষ শাহাদত হোসাইন, ক্রীড়া সম্পাদক সোহাগ আলী, উপ-ক্রীড়া সম্পাদক ইমরান মীর, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক তানভীর হ্রদয় সহ সংগঠনের প্রায় অর্ধশত সদস্য। 

এসময় তারা রাতের আধারে গ্রামের অসহায় পরিবার গুলোর বাড়িতে যেয়ে যেয়ে উপহার সামগ্রী বিতরন করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password