বরগুনার বেতাগীতে চলতি আমন মৌসুমে সরকারের আমন ধান সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। মৌসুমের শুরুতেই খোলাবাজারে ধানের দাম বেশি থাকায় সরকারিভাবে ধান কেনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এদিকে চলতি মৌসুমে আমনের বাজার চড়া থাকায় কৃষকরা সরকারি গুদামে ধান বিক্রি করেনি। ফলে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আরও ১৫ দিন সংগ্রহ অভিযানের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার।
স্থানীয় খাদ্য দপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহের শেষ সময় ছিল গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি আমন মৌসুমে বেতাগী উপজেলায় ধান কেনার লক্ষ্যমাত্রা ১২২ মেট্রিকটন থাকলেও তার বিপরীতে কোন ধানই কেনা হয়নি। অন্যদিকে গত মৌসুমে চাল কেনার লক্ষ্যমাত্রা থাকলেও এ মৌসুমে চাল কেনার কোন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়নি খাদ্য বিভাগ। ফলে চালকল মালিকরা সরকারি গুদামে চাল সরবরাহ করতে পারেন নি।
কৃষকরা জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে খোলা বাজারে ২ শত থেকে ৩ শত টাকা বেশিতে ধান বিক্রি করা যায়। তাই সবাই ধান গুদামে বিক্রি না করে খোলাবাজারে বিক্রি করছে।
বেতাগী উপজেলা খাদ্য কর্মকর্তা নজরুল ইসলাম বিডিটাইপকে বলেন, এবার আমন মৌসুমে বেতাগী উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। এই উপজেলাতে আমন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিলো ১২২ মেট্রিক টন। ধানের বাজারমূল্য বেশি হওয়ায় কৃষকরা গুদামে ধান বিক্রি করেনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন