সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট জনাব মোঃ মফিজ উদ্দিন এবং অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা এসএমপি, সিলেট খান মুহাম্মদ মাইনুল জাকির এর নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ নাজমুল আলম সঙ্গীয় এসআই(নিঃ)/অমিত সাহা, এএসআই(নিঃ)/রিমন খাঁন ও রাত্রীকালীন সিয়েরা-৩৩ ডিউটিতে নিয়োজিত অফিসার এএসআই(নিঃ)/দেওয়ান তৌফিক সঙ্গীয় কং/রেহান উদ্দিন ও কং/নুর মোহাম্মদ সকলেই এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেটদের সহায়তায় অদ্য ২৬ জুলাই রাতে অত্র এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচাস্থ সেতুবন্ধন-৯/৩ (মঙ্গলের রিক্সার গ্যারেজ) এর সামনে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোঃ আহসানুজ্জামান চৌধুরী (২৯), পিতা-মোঃ আক্তারুজ্জামান চৌধুরী, মাতা-সাহেদা বেগম চৌধুরী, সাং-আনন্দ নীড়, ঐক্যতান-৯৪, পশ্চিম পীরমহল্লা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট কে আটক করেন।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে (ক) ০৬(ছয়) পুড়িয়া কথিত নেশাজাতীয় শুস্ক গাঁজা, যার ওজন ১০(দশ) গ্রাম, যার মূল্য অনুমান ৫০০/-(পাঁচ শত) টাকা, (খ) ০২(দুই)টি মাটির তৈরী কলকি, যা গাঁজা সেবনে ব্যবহৃত হয় ও (গ) ০১(এক)টি কাঠের টুকরা এবং ০১(এক)টি কাটার, যা গাঁজা কর্তনের কাজে ব্যবহৃত উদ্ধার পূর্বক এসআই(নিঃ)/ নাজমুল আলম জব্দতালিকা মূলে জব্দ করেন। এই সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-২৯, তাং-২৬/০৭/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১৯(ক) রুজু হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন