ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে একটি মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু বানিয়ে বৃহস্পতিবার রাতে তিনটি রকেট ছোড়া হয়।তবে এতে কোনো হতাহতে খবর পাওয়া যায়নি। ইরাকি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে ওয়াশিংটনের সঙ্গে বাগদাদ সমর্থিত তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, রকেটগুলো বিমানবন্দরের কাছে পড়ে। সেখানে মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকি সেনারা আরও কয়েকটি অবিস্ফেরিত রকেট উদ্ধার করেছে।যেখান থেকে রকেট হামলা করা হয়েছিল। বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, রকেটগুলো ইরাকি সেনাদের নিয়ন্ত্রণে থাকা বিমানঘাঁটি অংশে আঘাত হানে। মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের অংশ হিসেবে ওয়াশিংটনের মোতায়েন করা সৈন্যদের সঙ্গে তারা এ ঘাঁটি শেয়ার করে।এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরাকে মার্কিন স্বার্থে এটি হচ্ছে দ্বিতীয় হামলার ঘটনা। রোববার রাজধানীর উত্তরে আরেকটি বিমানঘাঁটি লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়। এতে ইরাকের তিন সেনা এবং বিদেশি দুই ঠিকাদার আহত হন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন