ইনজেকশন বা সিরিঞ্জের ইমোজির গ্রাফিক্সে পরিবর্তন এনেছে অ্যাপল। এতোদিন সিরিঞ্জের ইমোজিতে তিন ফোটা রক্ত দেখা যেতো। এর মানে ছিলো রক্ত দান করা। কিন্তু নতুন ইমোজিতে সিরিঞ্জে রক্ত বা অন্য কোনো তরল দেখা যাচ্ছে না। ইমোজি হিসেবে সিরিঞ্জের ব্যাবহার আরো ব্যাপক করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পৃথিবীর সব ইমোজির ক্যাটালগ সংরক্ষণ করা ইমোজিপিডিয়া জানিয়েছে, “এর মাধ্যমে সিরিঞ্জের ইমোজির অর্থ আরো বৈচিত্রময় হবে। যেমন এটিকে কোভিড-১৯-এর ভ্যাকসিন নেওয়ার কথা বলতেও ব্যবহার করা যাবে।”
সাইটটি আরো বলেছে, গত বছর থেকে সিরিঞ্জ ইমোজির ব্যবহার দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে কোভিড-১৯ ভ্যাকসিনের কথা বলতে এই ইমোজি ব্যবহার করা হচ্ছে।
গত ডিসেম্বর পর্যন্ত এক প্রতিবেদনে বলা হচ্ছে, ভ্যাকসিন, কোভিড-১৯, পাইজার এবং মডার্না— ইত্যাদি শব্দের পাশাপাশি সিরিঞ্জ ইমোজি ব্যাবহৃত হচ্ছে।
ইমোজির ডিজাইন বদলানো নিয়ে অ্যাপল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। আইওএস-এর নতুন পরীক্ষামূলক সংস্করণে এটিকে ব্যবহারকারিরা চিহ্নিত করেছেন।
গুগল এখন পর্যন্ত এ ধরনের কিছু করেছে, এমন কোনো খবর আসেনি। ধারণা করা হচ্ছে, সামনে হয়তে গুগল এ ধরনের কিছু করতে পারে।
মন্তব্যসমূহ (১) কমেন্ট করতে ক্লিক করুন