টোকিও অলিম্পিকের গ্রুব পর্ব থেকেই বিদায় নিল আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকের গ্রুব পর্ব থেকেই বিদায় নিল আর্জেন্টিনা

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে অলিম্পিক মিশন শুরু করে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে বাঁচা মরার লড়াই ছিল আর্জেন্টাইনদের। টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে হতো আর্জেন্টিনাকে। কিন্তু তা পারেনি তারা। অলিম্পিক গেমস ফুটবলে আজ স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গেমস থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। এই অর্ধে আর্জেন্টিনার খেলায়ও তেমন ধার ছিল না। লাতিন ফুটবলের চিরায়ত সৃষ্টিশীল পাসিংয়ে গোলমুখ খোলার চেষ্টা দেখা যায়নি আর্জেন্টিনার মধ্যে। শক্তিশালী দল নিয়ে আসা স্পেন প্রথমার্ধে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি স্পেন।

বিরতির পর ম্যাচের ৬৬ মিনিটে দানি ওলমোর বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন মাইকেল মেরিনো। লিড নেয় স্পেন। নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে কর্নার থেকে থিয়াগো আলমাদার ক্রসে থোমাস বেলমোন্তের হেড জালে জড়ালে ম্যাচে ফেরার আভাস দেয় আর্জেন্টিনা। ৯০ মিনিটে আলমাদার ক্রস থেকে লিওনেল মোসেভিচের হেড সেভ হলে জেতা হয়নি আর্জেন্টিনার।

তিন ম্যাচে পাঁচ পয়েন্টি নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ আটে পা রেখেছে স্পেন। অপরদিকে ৩ ম্যাচে চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে মিশর স্পেনের সঙ্গী হয়েছে। গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিন নম্বরে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আর্জেন্টিনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password