প্রথম রাউন্ড থেকে বাদ পড়ায় আর্জেন্টিনা দলকে ব্রাজিল তারকার খোঁচা

প্রথম রাউন্ড থেকে বাদ পড়ায় আর্জেন্টিনা দলকে ব্রাজিল তারকার খোঁচা

খেলার মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা পরস্পরের চরম প্রতিদ্বন্দ্বী। দুদলের লড়াই মানে ভক্তদেরও দুদলে ভাগ হয়ে যাওয়া। তর্ক বিতর্কের মাঝে কেউ কাউকে খোঁচা মারতেও ছাড়েন না। এইতো গতমাসে আর্জেন্টিনা কোপা আমেরিকা জেতার পর অনেক আর্জেন্টাইন সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলিয়ান সমর্থকদের খোঁচা মেরে কথা বলেছেন। টোকিও অলিম্পিকেও দুদলের ম্যাচ নিয়ে কথার তর্ক চলছে ভক্তদের। ভক্তদের সঙ্গে মাঝে মাঝে তর্কে যোগ দেন খেলোয়াড়রাও।

এই যেমন, অলিম্পিক থেকে আর্জেন্টিনা যখন বিদায় নিচ্ছে তখন ব্রাজিলের খেলোয়াড়রা গ্যালারিতে বসে বসে মজা নিচ্ছেন। আবার তাঁদের বিদায়ী মুহূর্তে খোঁচা দিয়ে বিদায় জানাচ্ছেন ব্রাজিল দলের খেলোয়াড়রা। আর্জেন্টিনা-স্পেন ম্যাচের একটি মুহূর্তের ছবিতে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছেন ব্রাজিল দলের চার খেলোয়াড় দগলাজ লুইস, ম্যাথিয়াস কুনিয়া, রেইনার জেসুস ও রিচার্লিসন। ছবির ওপরে ক্যাপশনে লেখা, ‘বিদায়, ছোট ভাইয়েরা’।

ব্রাজিল কাল সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মিসরের মুখোমুখি হবে তারা। সৌদি আরবের বিপক্ষে জোড়া গোল করেন রিচার্লিসন। কুনিয়াও গোলের দেখা পান। অপরদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে। নকআউট পর্বে যেতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না আর্জেন্টিনার। কিন্ত সাইতামা স্টেডিয়ামে 'সি' গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। যার ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকের স্বর্ণ পদকজয়ীরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password