ভেনিজুয়েলার বিপক্ষে সহজ জয় আর্জেন্টিনার

ভেনিজুয়েলার বিপক্ষে সহজ জয় আর্জেন্টিনার

আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ভেনিজুয়েলার ঘরের মাঠ কারাকাসে স্টেডিয়ামে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জিতেছে লিওনেল মেসিরা। আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেন লাওতারো মার্টিনেজ, জোয়াকুইন কোরেয়া ও অ্যাঞ্জেল কোরেয়া। যোগ করা সময়ে ব্যবধান কমান ইয়েফেরসন সোতেলদো।

কোপা আমেরিকা জেতার এই প্রথম বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। গোছানো একটা দল হলেও মাঝে বেশ খানিকটা সময় ক্লাব ফুটবলের দায়িত্ব পালনে একটা সমন্বয়ের ঘাটতি ঠিকই তৈরি হয়েছে মেসিদের মধ্যে। সেটা ফুটে উঠেছে ম্যাচ শুরুর বাঁশি থেকে। তাছাড়া অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারানোর হতাশায় পুড়তে হচ্ছিল বারবার। আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিও তার চেনা ছন্দে ছিলেন না। ম্যাচে তিনি নিজেও গোল পাননি, এসিস্টও করতে দেখা যায়নি তাকে। তবে তার বেশ কয়েকটি ড্রিবল ছিল চোখ ধাঁধানো। ম্যাচের ৩১ মিনিটে মেসিকে ফাউল করে ভেনিজুয়েলার ডিফেন্ডার আদ্রিয়ান মার্টিনেজ লালকার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দল নিয়ে ম্যাচের বাকিটা সময়ে আর বড় প্রতিরোধ গড়তে পারেননি স্বাগতিকরা। ১০ জনের দলে পরিণত হওয়ার পর থেকে ভেনেজুয়েলাকে আরও চেপে ধরে আর্জেন্টিনা। প্রথমার্ধের যোগ কর সময়ে জিওভানি লো চেলসোর বাড়ানো বলে তার দারুণ প্লেসমেন্ট ভেনিজুয়েলার জালের মুখ খোলেন লাওতারো মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পর ভেনেজুয়েলা সীমান্তে একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। গোল পেতেও বেশি সময় লাগেনি কোপা বিজয়ীদের। ম্যাচের ৭১ মিনিটের সময় লাউতারোর কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন হোয়াকিন কোররেয়া। নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন তিনি। আর্জেন্টিনার দাপট তখনও থামেনি। মিনিট ‍তিনেক পর আবারও গোল উদযাপন। এবার স্কোরশিটে নাম তোলেন আনহেল কোরেয়া। লাউতারোর গোলমুখে নেওয়া জোরালো শট স্বাগতিক গোলকিপার ঠেকালেও নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। ফিরে আসা বল আনহেল কোরেয়া জালে জড়াতে ভুল করেননি। ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়েই দেশে ফিরবে আর্জেন্টিনা, এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি শুট থেকে আর্জেন্টিনার জালে বল প্রবেশ করিয়ে পরাজয়ের ব্যবধান কমান ইয়েফারসন সোতেলদো।

এই জয়ের ফলে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সপ্তম ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। ৭ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে মেসি-দিবালারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password