শেরপুরের নকলায় দুই কেজি ৯৮০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪ ময়মনসিংহের এর একটি দল।
শনিবার (২৬জুন) রাতে উপজেলার পাঁচকাহনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাঁচকাহনিয়া এলাকার মৃত. গোলাপ হোসেনের পুত্র সুজন মিয়া (৩৫) ও মোহাম্মদ আলীর পুত্র মানিক মিয়া (২৮)।
র্যাব সূত্র জানায়, সুজন মিয়া তার বশতঘরে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে সুজন ও মানিক নামের দুইজনের হাতে থাকা বাজারের ব্যাগ থেকে দুই কেজি ৯৮০ গ্রাম গাঁজা জব্দ করে র্যাব।
এ ব্যাপারে র্যাব-১৪ ময়মনসিংহের নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮-এর ৩৬৯ (১) টেবিলের ১৯ (ক) ধারায় নকলা থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেন।বিষয়টি নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন