আশুরার ছুটি একদিন পিছিয়ে ২০ আগস্ট

আশুরার ছুটি একদিন পিছিয়ে ২০ আগস্ট

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র আশুরা উপলক্ষে ছুটির নির্ধারিত তারিখ ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট পুনর্নির্ধারণ করা হয়। বুধবার (১৮ আগস্ট) ছুটি পুনর্নির্ধারণ করে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দীপঙ্কর বিশ্বাসের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী শাবান মাস শুরু হয় ১০ আগস্ট এবং আশুরার সরকারি ছুটি নির্ধারন করা ছিলো ছিল ১৯ আগস্ট। কিন্তু এবার জিলহজ মাস পূর্ণ ৩০ দিনে শেষ হয়। সেক্ষেত্রে এবার আশুরা পালিত হবে ২০ আগস্ট। এ জন্য আশুরার ছুটি পুনর্নির্ধারণ করে ২০ আগস্ট সংশোধিত করা হয়েছে।

এছাড়াও গত ৯ আগস্ট সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় বলা হয় যে, বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেব করলেও আগামী ২০ আগস্ট আশুরা পালিত হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password