মিয়ানমারের পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে কমপক্ষে ১৪ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।শনিবার ভোরের দিকে দেশটির জাতিগত বাহিনীর একটি জোট জান্তা সরকারের বিরোধিতা করে এই হামলা চালায় বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শান রাজ্যের নাউংমন পুলিশ স্টেশনে ভোরবেলা একটি জোটের যোদ্ধারা আক্রমণ করে। যার মধ্যে আরাকান আর্মি, তাং জাতীয় মুক্তি সেনা এবং মিয়ানমার জাতীয় গণতান্ত্রিক জোট সেনা রয়েছে।
স্থানীয় শান নিউজ জানিয়েছে, কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে, শ্বে ফি মায়া সংবাদে নিহতদের সংখ্যা ১৪ জন উল্লেখ করা হয়েছে। তবে জান্তা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের জের ধরে সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় ১২টি সশস্ত্র গোষ্ঠী জান্তাকে অবৈধ বলে নিন্দা করেছে এবং প্রতিবাদকারীদের সাথে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
সুত্রঃ রয়টার্স
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন