মালিতে জাতিসংঘের ঘাঁটিতে হামলা,২০ শান্তিরক্ষী আহত

মালিতে জাতিসংঘের ঘাঁটিতে হামলা,২০ শান্তিরক্ষী আহত

সেন্ট্রাল মালিতে জাতিসংঘের ঘাঁটিতে হামলায় ২০ শান্তিরক্ষী আহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) জাতিসংঘ মিশনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ওলিভার সাগাদো বলেন, স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ ডুয়েন্টজা শহরের কাছে শান্তিরক্ষীদের শিবিরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হামলা চালায় অজ্ঞাতরা। অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের অপতৎপরতা বেড়েছে বলেও জানান তিনি।স্থানীয় সূত্র জানিয়েছে, আহত শান্তিরক্ষী মালির শান্তিরক্ষা মিশনের তোগোলেসে কন্টিজেন্টের সদস্য।

সাগাদো বলেন, মালি শান্তিরক্ষা মিশনের প্রধান মাহামাত সালেহ আন্নাদিফ কাপুরুষিত ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বলেছেন, আহত শান্তিরক্ষীদের চিকিৎসায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সন্ত্রাসবাদ মোকাবিলায় মালির সেনারা এবং মানবিক সহায়তায় অংশগ্রহণকারীরা অব্যাহতভাবে হামলার শিকার হচ্ছেন। সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে এবং তাদের বিস্ফোরণে চলতি বছরই বেশ কয়েক শান্তিরক্ষী নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password