নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে অপরাজিত থাকায় ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছিল বাংলাদেশ। ১৮৭ থেকে ১৮৪-তে উঠে এসেছিল।
তবে বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে বিধ্বস্ত হয় জেমি ডে বাহিনী। ফলে দুই ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। সবশেষ প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৬তম। অন্যদিকে বাংলাদেশকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েও মাত্র এক ধাপ এগিয়েছে কাতার।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র্যাংকিং-এ শীর্ষস্থানে কোনও পরিবর্তন আসেনি। শীর্ষ স্থান ধরে রেখেছে বেলজিয়াম এরপরের অবস্থানে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন ও আর্জেন্টিনা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন