দুঃস্থ জেলে পরিবারকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

দুঃস্থ জেলে পরিবারকে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

সরকার ঘোষিত ৬৫ দিনের অবরোধে কর্মহীন কুয়াকাটার ৫০ জেলে পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

বুধবার সকালে কুয়াকাটা সৈকত সংলগ্ন জেলে পল্লীতে জেলেদের বাড়ি বাড়ি গিয়ে পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের সপ্তম পদাতিক ডিভিশনের উদ্যোগে ৭ আর্টিলারি ব্রিগেডের ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনা সদস্যরা এসব সহায়তা পৌঁছে দেন। সেনা সদস্যরা প্রত্যেক পরিবারে ৫ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আটা, দুই কেজি সয়াবিন ও এক কেজি লবন বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন লে. কর্ণেল মোহাম্মদ আমিনুল ইসলাম, পিএসসি। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় মানুষকে সহায়তা প্রদান কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান ওই সেনা কর্মকর্তা

মন্তব্যসমূহ (০)


Lost Password