এবারের সাফ চ্যাম্পিয়নশিপে ভাল করাই মুল লক্ষ বাংলাদেশ ফুটবল দলের৷ সেই উপলক্ষে বাংলাদেশ দল তিনজাতি টুর্নামেন্টে অংশ নিতে এখন কিরগিজস্তানে। তিন জাতি টুর্নামেন্টে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা প্রতিপক্ষ ফিলিস্তিন। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ হবেনা বাংলাদেশের। প্রতিপক্ষ হিসেবে ফিলিস্তিন অনেক কঠিন প্রতিপক্ষই বাংলাদেশের জন্য। এখন পর্যন্ত ফিলিস্তিনের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। একমাত্র ড্র এএফসি চ্যালেঞ্জ কাপে।
ম্যাচের আগে শনিবার অনুশীলন করেন জামাল ভূঁইয়ারা। অনুশীলন শেষে জেমি ডে বলেন, প্রতিপক্ষ ফিলিস্তিন অত্যন্ত ভালো মানের দল। কিরগিজস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচ দেখেছি। ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচগুলো বাংলাদেশের সাফ প্রস্তুতিতে বড় সহায়ক হবে।
আগামীকালের ম্যাচ ও প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ফিলিস্তিন অবশ্যই শক্তিশালী দল। তারা সেটপিসে বেশ ভালো। কোচের সঙ্গে এ নিয়ে আলাপ করছি। তবে খেলার কৌশল বা ধরণ নিয়ে কোনো কথা বলেননি জেমি। অধিনায়ক জামাল ভূঁইয়ার কথা, আমরা নতুন পদ্ধতিতে খেলার চেষ্টা করবো। সেই পদ্ধতি ভাল হলে খেলা চালিয়ে যাবো।
সেই নতুন পদ্ধতি সম্পর্কে কিছু বলেননি বাংলাদেশ অধিনায়ক। তাই ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে নতুন পদ্ধতি সম্পর্কে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় কিরগিজস্তানের বিশকেক জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন