ফিফা র‍্যাকিংয়ে আরও নিচে নেমে গেল বাংলাদেশ

ফিফা র‍্যাকিংয়ে আরও নিচে নেমে গেল বাংলাদেশ

ফিফা র‌্যাংকিয়ে আরও নিচে গেল বাংলাদেশ। সদ্য প্রকাশিত ফিফা র‌্যাংকিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৮। বর্তমানে জামাল ভূঁইয়ারা ভুটানেরও পিছনে অবস্থান করছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা হাল নাগাদ করা র‍্যাংকিং প্রকাশ করে। এপ্রিল থেকে মে পর্যন্ত অবস্থান ছিল ১৮৪। এর আগে ছিল ১৮৬তম অবস্থানে। ২০২০ সাল জুড়ে অবস্থান ছিল ১৮৬তম স্থানে। এর আগের বছর ২০১৯ সালে ১৮৭। চলতি বছরের জুনে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে ড্র ছাড়া ভারত-ওমানের বিপক্ষে হারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ২-০ ও ওমানের বিপক্ষে ৩-০ গোলে হারে লাল সবুজের দল। এরপরেই অবনতি ঘটে র‍্যাংকিংয়ে।

ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। তবে ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password