আজ কাতারের বিপক্ষে লড়বে বাংলাদেশ

আজ কাতারের বিপক্ষে লড়বে বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে আজ কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। র‌্যাংকিংয়ে ঢের এগিয়ে থাকা দলের বিপক্ষে প্রথম লেগে জামাল ভূইয়ারা হেরেছিল ২-০ গোলে।আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচ শরু বাংলাদেশ সময় রাত ১০টায়।

খুব বেশি আবেগি না হলে বাস্তবতা বড়ই কঠিন। ঠিক তেমনি এক কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। র‌্যাংকিংয়ে নিজেদের থেকে ১২৫ ধাপ এগিয়ে থাকা দল কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে মাঠে নামবে জামাল ভুইয়ারা। একেতো শক্তিমত্তার দিক থেকে ঢের এগিয়ে থাকা দেশ তার উপর কাতারের মাটিতে খেলা, তাই স্বপ্নটা হতে হবে যতটা পারা যায় কাতারকে ঠেকিয়ে রাখা।

কাতারের বিপক্ষে মুখোমুখি দেখায় মোটামোটি অচেনা বাংলাদেশ। মাত্র ৪ বারের দেখায় সাফল্যের খাতায় ফলাফল শুন্য। প্রস্তুতি ম্যাচেও হার জামাল ভূইয়াদের। তবে জেমি ডের বদলে যাওয়া বাংলদেশ প্রথম লেগে চেনা কন্ডিশনে ফাইটটা করেছিল দেখার মতো। খেলাটা যখন কাতারে তখন সেই ফাইটটাও কতটা দিতে পারবে ফুটবলাররা, সেদিকেই চোখ থাকবে ফুটবলপ্রেমিদের।

এখন পর্যন্ত দলে নেই কোনো ইঞ্জুরীর সমস্যা। প্রস্তুতি ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো খেলার প্রত্যয় অধিনায়কের কথায়।প্রতিপক্ষ কঠিন হলেও শীষ্যদের তালিমতো দিয়েছেন নিজেকে উজার করে। তাই ভালো কিছু আশায় করতে পারেন প্রধান কোচ জেমি ডে।

মূলত কাতারের আক্রমণভাগের সাথে লড়াইটা হবে বাংলাদেশের রক্ষণভাগের। নিজেদের গোলবারের নিচে চিনের প্রাচীর হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশের ডিফেন্ডারদের।

মন্তব্যসমূহ (০)


Lost Password