স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমের খেলা শুরু হচ্ছে আজ। আর উদ্বোধনী দিনেই মাঠে নামবে সময়ের দুই অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে।
২০২০ চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে ৮-২ গোলের বড় ব্যাবধানে বায়ার্নের কাছে পরাজিত হয়েছিল বার্সেলোনা। এক মৌসুম পরে সেই বার্সা আবার মুখোমুখি বায়ার্নের। তবে বার্সেলোনাকে ঠিক সেই বার্সাও বলা যাচ্ছে না। আসলে বর্তমানে বার্সেলোনাতে লিওনেল মেসি নেই, লুইস সুয়ারেজ, আন্তোনিও গ্রিজম্যানও নেই। চলতি মৌসুমের শুরুতে ক্যাম্প ন্যু ছেড়েছেন মেসিসহ ১১ জন। পরিবর্তে রোনাল্ড কোম্যানের দলে এসেছেন মেম্পিস দেপাই, এরিক গার্সিয়া, সার্জিও আগুয়েরোরা। বলা যায় 'নতুন' বার্সা। কাতালুনিয়ার রাজধানীতে আজ নবরূপের বার্সেলোনার মুখোমুখি হতে যাওয়া জার্মান জায়ান্টরা অবশ্য প্রায় পুরোনোই। আক্রমণভাগে রবার্ট লেভানডস্কির সঙ্গে থমাস মুলার, সার্জ জিনাব্রিসহ মূল স্কোয়াড একই আছে। তবে মৌসুমের প্রথম ম্যাচ বলে এবারকার প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ খুব বেশি নয়।
ন্যু ক্যাম্পে বার্সার আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরুর সময়ে বেশি আলোচনা অবশ্য মেসির অনুপস্থিতি নিয়ে। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক সার্জিও বুসকেটসকে প্রথম প্রশ্নটিই শুনতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে ঘিরে, 'সে যা কিছু বার্সাকে দিয়ে গেছে, আমার সঙ্গে ব্যক্তিগত যে হৃদ্যতা ছিল, সব মিলিয়ে ওর চলে যাওয়াটা ছিল ধাক্কা। এক ধরনের আবেগে আচ্ছন্ন হয়ে যাওয়া, যা হজম করা কঠিন ছিল। তবে আমাদের এখন পথ চলতে হবে। মৌসুম মাত্র শুরু হলো। লিওকে ছাড়াই অভ্যস্ত হতে হবে আমাদের।'
২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতে আজ আরও নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ম্যানইউর প্রতিপক্ষ সুইস ক্লাব ইয়ং বয়েজ, চেলসির প্রতিপক্ষ ক্লাব মালিক রেমান আব্রামোভিচের দেশের জেনিত সেন্ট পিটার্সবার্গ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন