রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সাথে একিভূত হচ্ছে বেসিক ও পদ্মা ব্যাংক!

রাষ্ট্রায়ত্ব ব্যাংকের সাথে একিভূত হচ্ছে বেসিক ও পদ্মা ব্যাংক!

রাষ্ট্রায়ত্ব যেকোনো ব্যাংকের সাথে একিভূত হওয়ার জন্যে আগ্রহী বেসরকারি মালিকানাধিন বেসিক ও পদ্মা ব্যাংক। গতকাল অর্থনীতি ও সরকারি ক্রয় সংক্রান্ত্র মন্ত্রণালয়ের একটি  ভার্চুয়াল মিটিং-এ অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল তাদের এমন আগ্রহ সম্পর্কে বলেন, সরকার এ নিয়ে বিবেচনা করে দেখছে। তিনি বলেন, বেসিক ও পদ্মা ব্যাংক একিভূত হবে। এগুলো মোটামুটি ড্রাফ্ট স্টেজে আছে। ড্রাফ্ট হয়ে গেলে আমরা তা সংসদে প্রস্তাবাকারে উপস্থাপন করবো। তার পর প্রস্তাবটি সংসদে গৃহীত হলেই দ্রুত কাজ শুরু করে দেব।

পদ্মা ব্যাংকটিতে রাষ্ট্রায়ত্ত সোনালি, রুপালি, অগ্রণী ও জনতা ব্যাংকের শেয়ার রয়েছে। আর এভাবেই ব্যাংকটি পরিচালিত হচ্ছে। তাই পদ্মা ব্যাংককে রাষ্ট্রায়ত্ত করার ক্ষেত্রে তেমন একটা বাধা থাকবে না।

অর্থমন্ত্রীর বক্তব্যে পদ্মা ব্যাংকের দুর্নীতির কথাও ফুটে উঠেছে। তবে তিনি জানান, পদ্মা ব্যাংক এখনো অর্থমন্ত্রণালয়ে রাষ্ট্রায়ত্ত যেকোনো ব্যাংকের সাথে একিভূত হওয়ার প্রস্তাব দেয়নি। তবে সে প্রস্তাব সরকার গুরুত্বসহকারে নিবে বলেও তিনি সাংবাদিকদের অভিহিত করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password