ঈদুল আজহাকে সামনে রেখে করোনা মহামারীর মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর ধারা অব্যাহত রেখেছেন। চলমান জুলাই মাসের প্রথম ১৫ দিনে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১০ হাজার ৭০০ কোটি টাকার বেশি। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
কুরবানির ঈদকে সামনে রেখে এটিকে সুখবর বলা যায়, কারন রেমিট্যান্সের এমন প্রবাহ অব্যাহত থাকলে এ মাস শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় অর্জন করবে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুলাই মাসের প্রথম ১৫ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের মাধ্যমে। যার পরিমাণ প্রায় ৩৮ কোটি ডলার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন