সিরাজগঞ্জের বেলকুচিতে র্যাব-১২'র অভিযানে ১৯৬(একশত ছিয়ানব্বই) পিচ ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল জেলার বেলকুচি থানাধীন ৫ নং ধুকুরিয়া ইউনিয়নের শগুনা চৌরাস্তা মোড়স্থ ১ নং সাক্ষী মোঃ রুহুল আমিনের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৬(একশত ছিয়ানব্বই) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আতিকুল ইসলাম (রনি)(২৭), পিতা-মোঃ লাল মিয়া, সাং-এনায়েতপুর(আশ্রায়ন প্রকল্প), থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।
এই মাদক বিক্রেতা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।তার বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন