'নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে'-এই স্লোগানে নেত্রকোনায় জেলা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় জেলা শহরের বড় বাজার এলাকায় সদ্য স্থাপিত পুলিশ বক্সের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সাধারণ নারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসক কাজি আবদুর রহমান, পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার জান্নাত আফরোজ, পৌর মেয়র নজরুল ইসলাম খান, মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, নারী ও শিশু পিপি অ্যাডভোকেট রাসেল আহমেদসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। এসময় জরুরী সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন পুলিশের কর্মকর্তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন