ফরিদপুর জেলা প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা বৃহস্পতি থেকে শুরু হয়েছে। স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয় এ বইমেলা শুরু হয়েছে। এতে মোট ৩২ টি স্টল অংশ নিচ্ছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেলার শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন চন্দ্র ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর সাহিত্য-সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল। সভায় বক্তারা বলে, ছেলেমেয়েদের বইমুখী করতে হবে এবং বিজ্ঞানমুখী করার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন। শুধু পাঠ্যবই পড়লেই হবে না বিজ্ঞান ভিত্তিক বই পড়তে হবে।
বক্তারা আগামী একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ১থেকে ৮ ই ফাল্গুন পর্যন্ত অমর একুশে মেলা মেলা অনুষ্ঠিত হবে বলে জানান। এরপর বেলুন উড়িয়ে বইমেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন