গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ

 শেরপুরে ইউনিয়ন পর্যায়ে নিরাপত্তা ও সঠিকভাবে সেবা প্রদানের লক্ষে গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

১৬ জুন বুধবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশদের মাঝে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আনার কলি মাহবুব গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমানসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, গ্রাম পুলিশগণ তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় মানুষের সেবা দেয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে থাকে। অনেক সময় তাদের যাতায়াতের সমস্যা হয় তাই আমরা আশা করি বাইসাইকেল উপহার পেয়ে তাদের সেবার মান আগের চেয়ে আরও বেগবান হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password