মান্দায় ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অভিযান ও মাস্ক বিতরণ

মান্দায় ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অভিযান ও মাস্ক বিতরণ

দ্বিতীয় দফা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনতার অংশ হিসেবে মাঠে নেমেছে প্রশাসন। সংক্রমণ ঠেকাতে সারা বিশ্বের মতো দেশে কঠোর ভাবে লকডাউন দিতে বাধ্য হয়েছে সরকার।

আজ ১৭ এপ্রিল মান্দায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রসাদপুর, ফেরীঘাট, জোতবাজার ও দেলুয়াবাড়ী বাজারে অভিযান পরিচালনা এবং কিছু গরিব অসহায় মানুষকে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল হালিম।

এসময় বেশ কয়েকটি বাজারে দোকান মালিকগণ সরকারী নির্দেশনা সঠিকভাবে মেনে দোকানপাট বন্ধ রেখেছেন। পাশাপাশি কয়েকজন দোকান মালিক সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে জরিমানা দন্ড আরোপ করা হয়। স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন, মান্দা ।

উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল হালিম বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি করোনামুক্ত থাকি।

মন্তব্যসমূহ (০)


Lost Password