আগামী তিন বছরের মধ্যে নতুন করে ১২ লাখ অভিবাসী (স্থায়ী বাসিন্দা) নেবে কানাডা। কানাডার বাজার অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীর অভাব পূরণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।শুক্রবার দেশটির ফেডারেল ইমিগ্রেশন মন্ত্রী মারকো মেনডিসিনো জানিয়েছেন, ‘ফেডারেল সরকার ২০২১ সালের মধ্যে চার লাখ এক হাজার, ২০২২ সালের মধ্যে চার লাখ ১১ হাজার ও ২০২৩ সালের মধ্যে চার লাখ ২১ হাজার নতুন অভিবাসী নেবে।’
তিনি বলেন, ‘কানাডার আরো অনেক কর্মী দরকার এবং ইমিগ্রেশনই সেই অভাব পূরণ করতে পারবে।’ খবর আল জাজিরারক্যালগ্যারি স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক রবার্ট ফ্যালকোনার এই টুইট বার্তায় বলেছেন, ‘যদি কানাডা সরকার এত সংখ্যক কর্মীর অভাব পূরণ করতে পারে তাহলে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।’
অটোয়া বলছে, ‘তারা ২০২১ সালের মধ্যে ইমোনমি ক্লাসের দুই লাখ ৩২ হাজার ৫০০ অভিবাসী নেবে। ৫৯ হাজার ৫০০ উদ্বাস্তুর পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে নেয়া হবে আরো পাঁচ হাজার ৫০০ জন।’দক্ষ জনগোষ্ঠীর পাশাপাশি প্রতিবছরই কানাডা বিভিন্ন ক্যাটাগরিতে অভিবাসী নিয়ে থাকে। তবে সম্প্রতি করোনা মহামারির কারণে বন্ধ ছিল দেশটির সঙ্গে অন্য সকল দেশের বিমান যোগাযোগ। ফলে ব্যাহত হয় নতুন করে অভিবাসীর নেয়ার প্রক্রিয়া।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন