প্রার্থী জেলে থেকেও নির্বাচনে জয়!

প্রার্থী জেলে থেকেও নির্বাচনে জয়!

এবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গঠল এক অভাগ করা ঘটনা। প্রার্থী জেলে থেকেও ভোটের মাঠে তার জয়। এমন গঠনা ঘঠেছে  চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে। ওই ওয়ার্ডের উপ-নির্বাচনে  কাউন্সিলর নির্বাচিত হয়েছে কারাবন্দী যুবলীগ নেতা নুরু মোস্তফা টিনু। 

দিনভর ভোট গ্রহন শেষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোটের ফল ঘোষণা করেন নির্বাচনে রিটার্নিং অফিসার দায়িত্বপালনকারী জাহাঙ্গীর হোসেন। 

ঘোষিত ফলাফলে কাউন্সিলর পদে ২১ জন প্রার্থীর মধ্যে টিনু (মিষ্টি কুমড়া) প্রতীকে ৭৮৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আবদুর রউফ। তিনি (ব্যাটমিন্টন র‌্যাকেট) প্রতীকে পেয়েছেন ৭৭৩ ভোট। 

বিজয়ী প্রার্থীর চেয়ে পরাজিত নিকটতম প্রতিদ্বন্ধির ভোটের ব্যবধান ১৬ ভোট। চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে সর্বমোট ৬ হাজার ৯৩২টি ভোট পড়েছে। ভোটের শতকরা হার ২১ দশমিক ৬৩ শতাংশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password