পৃথিবীতে বহু কিছুর জন্মদিন বহুভাবে পালন করা হয়। এবার সার্বিয়ার বেলগ্রেড চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির দমুজার' ৮৫তম জন্মদিন পালন করেছে । বিশ্বের এই বয়স্ক কুমিরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (১৯৪১, ১৯৪৫) এবং ১৯৯৯ সালে ন্যাটোর নিক্ষিপ্ত বোমা হামলার শিকার হয়। পরে সেখান থেকে উদ্ধার করে তারা তাদের চিড়িয়াখানা হেফাজতে রাখে কুমিরটিকে।
বর্তমানে এটিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুমিরের তালিকায় রয়েছে। যদিও গত বছর পর্যন্ত পৃথিবীর বয়স্ক কুমির বাস করার তালিকায় ছিল রাশিয়া। কিন্তু সেই কুমিরটি মারা যাওয়ায় মুজাই এখন পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুমির।
পরে ২০১২ সালে কুমিরটির সামনের এক পায়ের পাতায় ব্যথা দেখা দিলে এক্সরের মাধ্যমে দেখা যায় কুমিটির পায়ের একটি আঙুল ভেঙে গেছে। পরে যা গ্যাংগ্রিন এ রূপ নেয়। গ্যাংগ্রিন থেকে কুমিরটিকে বাঁচানোর জন্য ৪৮ ঘণ্টার এক অপারেশনের মাধ্যমে কুমিরটির আক্রান্ত পা ফেলে দেওয়া হয়।
তবে টিকটক প্রেমীদের কাছে বয়স্ক এ কুমিরটি ব্যাপক জনপ্রিয়। সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটকে তার একটি ভিডিও শেয়ার করলে তা এক লাখের বেশি ভিউ হয়।
বেলগ্রেড চিড়িয়াখানার একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, বয়স্ক এ কুমিরটির স্বাস্থ্য সুরক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে কুমিরটি সুস্থ রয়েছে। এ ধরনের কুমিরের গড় আয়ু ৩০ থেকে ৫০ বছর পর্যন্ত হয়ে থাকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন