সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মারা গেছেন মধ্য আফ্রিকান দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি। মঙ্গলবার (২০ এপ্রিল) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনী। সোমবার (১৯ এপ্রিল) বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীর অভিযানে অংশ নেন মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি। অভিযানে সেনাবাহিনী সফল হলেও বিদ্রোহীদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে রাজধানীতে আনার পথে রাস্তায় মারা যান ইদ্রিস।
মঙ্গলবার রাষ্ট্রীয় এক বিবৃতিতি দেশটির সেনাবাহিনী বলে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যুদ্ধের ময়দানে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি। প্রেসিডেন্ট মারা যাওয়ায় তার ছেলে মহামত ইদ্রিসকে দেশটির অন্তবর্তীকালীন শাসক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। চাদ সেনাপ্রধান জেনারেল আজেম বলেন, চাদের সব নাগরিকদের বলতে চাই প্রেসিডেন্ট মারা গেছেন। তার জন্য দোয়া রাখবেন। দেশের যেকোনো প্রয়োজনে সবসময় গুরুত্বপর্ণূ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি যে লড়াই শুরু করেছিলেন তা অব্যাহত থাকবে।
এদিকে ইদ্রিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফ্রান্স। বিদ্রোহ দমনে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেন, চাদের মানুষের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের এক বন্ধুকে হারালাম। তিনি তার দেশের জন্য যা করেছেন তা তার দেশবাসী মনে রাখবে।
১১ এপ্রিল দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় নির্বাচিত হন ইদ্রিস। সোমবারই তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণাও দেওয়া হয়। এর একদিন পরই নিহত হলেন তিনি। ১৯৯০ সালে সশস্ত্র বিদ্রোহের মধ্য দিয়ে দেশটির ক্ষমতায় আসেন ইদ্রিস। ৩০ বছর চাদ শাসন করেছেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন