রাব্বি সরকার : নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকারের সম্মানি ভাতার পুরো টাকাই ব্যয় করছেন বাঘাব ইউনিয়ন পরিষদের গরিব দুঃখী মানুষের মাঝে। সোমবার (১১ জুলাই) দুপুরের দিকে পরিষদের ৫ মাসের সম্মানি ভাতার টাকায় কেনা গরুর মাংস বিলিয়ে দেন ইউনিয়নের গরিব দুঃখী মানুষের মাঝে। নির্বাচনী ইশতেহারেও সম্মানীর টাকা ইউনিয়নবাসীর পিছনে ব্যয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি।
স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, জাহিদ সরকার চেয়ারম্যান হিসেবে যে ভাতা পান, তা নিজের প্রয়োজনে খরচ না করে অসহায় ব্যক্তিদের জন্য খরচ করেন। আমরা এমন চেয়ারম্যান পেয়ে গর্বিত।
বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার বলেন, এবারের ঈদে তিনি বকেয়াসহ পাঁচ মাসের সম্মানি ভাতা পেয়েছেন। সেই টাকায় একটি গরু ক্রয় করে এর মাংস নিজ হাতে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন।
তিনি আরও বলেন, আমি নির্বাচনের আগেই কথা দিয়েছিলাম, আমি নির্বাচিত হলে সম্মানির সব টাকা ইউনিয়নবাসীর পিছনে ব্যয় করবো। এজন্য আমার প্রথম ৫ মাসের সম্মানির টাকায় ঈদে গরিবদের মাঝে মাংস বিতরণ করেছি। ইনশাআল্লাহ সামনে আরও কিছু করার চেষ্টা করবো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন